সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ | আপডেট: ৩:৩১:অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা প্রতিনিধি:
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে শহরের পোষ্ট অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো.মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. বদিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহ উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক ডা.আবুল কালাম বাবলা। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) মো. রাশেদুল হক, ফরিদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা মৎস্য উৎপাদনে শীর্ষে অবস্থান করছে। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও দারিদ্র্য বিমোচনে সাতক্ষীরা জেলার গুরুত্ব অনেক বেশি। এ জেলায় বার্ষিক মৎস্য উৎপাদন হয় ১ লাখ ৩৩ হাজার ৩২৫ মেট্রিক টন। জনগণের চাহিদা মিটিয়ে প্রায় ৮৭ হাজার ৭৭৭ মেট্রিক টন মাছ ও চিংড়ি বিদেশেসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান অন্যতম।

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক