মাগুরাঘোনায় কুচক্রী মহলের হয়রানীর হাত থেকে স্বামীকে রক্ষার আকূতি অসহায় স্ত্রীর

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা: মাগুরাঘোনায় এক প্রভাবশালী কুচক্রী মহলের হয়রানীর হাত থেকে স্বামীকে রক্ষার আকূতি জানিয়েছে এক অসহায় স্ত্রী। এঘটনায় তিনি বাদী হয়ে স্বামী ও পরিবারকে বাঁচানোর জন্য ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানাযায়,গত ২বছর পূর্বে ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের কওসার মোড়লের পুত্র ও বাদী নাছিমা বেগমের স্বামী বক্কার মোড়লের সাথে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার কওসার হোসেনের মেয়ে ও একাধিক স্বামী পরিত্যক্তা মহিলা সাথী বেগমের সাথে পরিচয়ের এক পর্যায়ে পারিবারিকভাবে ধর্ম আত্তীয় সম্পর্ক হয়। সেই সুবাদে সাথী তাদের বাড়িতে যাতায়াত করত। পরবর্তীতে বিবাদী তার স্বামীকে বিবাহের প্রস্তাব দেয়। একারণে তারা সাথীর সাথে যোগাযোগ বন্দ করে দিলে বিবাদী বিভিন্ন সময়ে তাদেরকে হুমকী ধামকীসহ জীবন নাশের হুমকী দিতে থাকে। বর্তমানে সাথী তার হীন উদ্দেশ্য সফলের জন্য আঁঠারমাইল এলাকায় এসে কাঞ্চনপুর ডাঙ্গিপাড়া গ্রামের আফসার আলী দফাদারের পুত্র শহিদুল ইসলাম দফাদারের আশ্রয়ে থেকে একটি প্রভাবশালী মহল দ্বারা তাকে ও তার স্বামী বক্কার মোড়ল সহ পবিবারের অন্যান্য সদস্যদের ভয়ভীতি ও হুমকী ধামকী দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করছে। নিরুপায় হয়ে বক্কারের স্ত্রী নাছিমা বেগম তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে ডুমরিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছে। যার নং-৯৩৬,তারিখ-২০/০৬/১৯ইং। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। এব্যাপারে শহিদুল ইসলাম বলেন,শক্রতামূলকভাবে অযথা বক্কার আমাকে দোষারোপ করছে। কিন্তু বক্কারের সাথে সাথী কোন বিবাহ হয়নি এ কথা শহিদুল স্বীকার করেন। বিবাদী সাথী বেগম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক