চুকনগর দাসপাড়া রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে ৩দিনব্যাপ যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা,জাকজমকপূর্ণ পরিবেশ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে চুকনগর দাসপাড়া রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে ৩দিনব্যাপী দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় ৭৮তম অষ্ট প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকাব্রক্ষ হরির্নাম সংকীর্ত্তন যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে ২৩এপ্রিল মঙ্গলঘট স্থাপন,শ্রীমদ্ভগবত আলোচনা ও মহানাম যজ্ঞের শুভাধিবাস কীর্ত্তন,২৪এপ্রিল অরুণোদয় হতে হরির্নাম সংকীর্ত্তন সহযোগে অষ্টাকালীন সেবা কার্যাদি ও ২৫এপ্রিল প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা, ভোগ মহোৎসব ও মহা প্রসাদ বিতরণ ও রাত ৮টায় ধর্মীয় যাত্রাপালা“ভক্তের ডাকে ভগবান”অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনার আদি গীতা সম্প্রদায়, সাতক্ষীরার শান্তিমাতা স¤প্রদায়, মাগুরাঘোনার শ্রী গুরু স¤প্রদায়, আশাশুনির ব্রজগোপী সম্প্রদায়, মুন্সিগঞ্জের স্বর্ণলতা সম্প্রপ্রদায় ও পাইকগাছার অষ্টসখী রিনা মিনা স¤প্রদায় মহানাম সুধা পরিবেশন করবেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক