চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতাকে মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে স্থান দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তৎক্ষনাৎ ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র মতে জানা যায়, ২০১৭সালে চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের কমিটিতে মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের আজিজুর হালদারের পুত্র জাহিদ হাসান রাব্বী সহ সভাপতি নির্বাচিত হন। এসময় তাকে চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের অনেক প্রোগ্রাম করতেও দেখা গেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক এম এম জাফর হাসান ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৩সদস্য বিশিষ্ট মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে রাব্বী হালদারকে ৮নং যুগ্ম আহবায়ক করা হয়েছে। এদিকে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এ কমিটিকে প্রত্যাখান করে বলেছেন এ কমিটি সম্পর্কে তারা কিছুই জানেন না। তারা বলেন, বিতর্কিত এ কমিটি ঘোষনা করে দলীয় ভাবমূর্তি ক্ষ্ন্নু করা হয়েছে। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা ও জেলা নেতৃবৃন্দের কাছে তারা আহবান জানিয়েছে। এদিকে আহবায়ক জাফর হাসান সাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “৬নং মাগুরাঘোনা মোঃ মিজানুর রহমান বাবু ও আব্দুল ক্দ্দুুসকে ইউনিয়ন কমিটি সোস্যাল মিডিয়াতে দেখা গেছে। ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এম এম জাফর হাসান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ কমিটি গঠনে অবগত নয়”। অবিশ্বাস্য হলেও সত্য জরুরী বিজ্ঞপ্তি ও কমিটির প্যাডে আহবায়ক জাফর হাসানের ২টি সাক্ষরের হুবহু মিল রয়েছে। কমিটিতে আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব লেখা হয়েছে। আর জরুরী বিজ্ঞপ্তিতে তাকে সাধারণ সম্পাদক পদ দেয়া হয়েছে। এটা কিভাবে হল তাও ভাবনার বিষয়। তিনি আসলে কোন পদের নেতা তাও ডুমুরিয়া উপজেলা ছাত্রদল জানে না। বিষয়টি দিয়ে এলাকায় বেশ হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক সোহাগ বিশ্বাস বিতর্কিত ছাত্রলীগ নেতাকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তৎক্ষণাৎ দল থেকে বহিষ্কার করেছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহবায়ক জাফর হাসানকে ০১৯১৪-১৮৯১৬৩ নম্বরে মোবাইল করা হলে তিনি ফোন রিসিভ করেনি। এব্যাপারে ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, উপজেলা ছাত্রদল কোন স্বার্থে কি কারণে একজন ছাত্রলীগ নেতাকে কমিটিতে পদ দিয়েছে জানি না। তবে এরা এ কমিটি দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আলম মনা বলেন,যারা এভাবে ছাত্রলীগ নেতাকে দিয়ে ছাত্রদলের কমিটি দিয়েছে। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে সাংগঠনিক পদক্ষেপ গ্রহন করা হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক