চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ | আপডেট: ৪:৪৮:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সিন্ধান্ত মোতাবেক ও উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে “মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার বেলা ১০টার দিকে কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি সাধনা কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কলেজ রোভার স্কাউটস ও গালর্স গাইডের সহযোগীতায় মাদক গ্রহন না করার সম্মিলিত শপথ বাক্য পাঠ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক তাপস বিশ্বাস, অধ্যাপক হাফিজ মাহমুদ, অধ্যাপক আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক আনিচুর রহমান, অধ্যাপক আনন্দ সরকার, অধ্যাপক অসীম ভট্রাচার্য, অধ্যাপক নিকুজ্ঞ বিহারী মন্ডল, প্রভাষক নিমাই কৃষ্ণ মলি¬ক, প্রভাষক তৃপ্তি সরকার, প্রভাষক নারগিস হুসাইন, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আব্দুল গফফার, প্রভাষক অশোক রায়, প্রভাষক প্রদীপ চক্রবর্তী, প্রভাষক হুমায়ন কবির প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক