চুকনগর-খুলনা মহাসড়কে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ : আহত প্রায় ৩০

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগর-খুলনা মহাসড়কে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। আহত হয়েছে নারী শিশুসহ পরিবহনের প্রায় ৩০জন যাত্রী। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াখালি ব্রিজের পাশে কার্তিকডাঙ্গা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাইকগাছা থেকে খুলনা অভিমুখে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস (খুলনা-জ-০৫-০০০৮) এবং জিরোপয়েন্ট থেকে সাতক্ষীরা অভিমুখে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান (খুলনা মেট্রো-ন-১১-১১০৮) চুকনগর-খুলনা মহাসড়কের বালিয়াখালি ব্রিজের পাশে কার্তিকডাঙ্গা নামক স্থানে পৌছুলে একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপ চালক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কিয়ামুদ্দিনের পুত্র শেখ ইমদাদুল হক(৪৫)নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে পিকআপের হেলপার,নারী শিশুসহ পরিবহনের প্রায় ৩০জন যাত্রী। এরা হলেন পিকআপের হেলপার রবিউল ইসলাম(৩৫), বাসের যাত্রী শাহিদা বেগম(৫০), রুহুল আমীন(৪০), রমনী বিশ্বাস(২৮) ও আজাদ হোসেন(৩৫)। এদেরকে খুলনা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক