চুকনগরে হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ | আপডেট: ৯:০৮:অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে বিদেশ ফেরত এক ব্যক্তি ১৪দিনের হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে জনসম্মুখে চলাচল করার অপরাধে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাত ৯টা দিকে তিনি জনসম্মুখে চলাচলা করার কারণে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ বেগম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা যায়, গত ৪/৫দিন আগে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের বাস্তুু বিশ্বাসের পুত্র বাসুদেব বিশ্বাস থার্মালস্কোনে চেকিং এর মাধ্যমে ভারত থেকে দেশে প্রবেশ করেন। এসময় তাকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি প্রতিনিয়ন হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা অমান্য করে বাজার সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলাচল করতে থাকে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগমকে অবহিত করা হলে তিনি ঐ রাতেই তার প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় তার সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক আলী, মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের এস আই মাহাবুর রহমান প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক