চুকনগরে শর্ট সার্কিট থেকে যাত্রীবাহী ঈগল পরিবহনে আগুন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ | আপডেট: ৪:০৩:অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে শর্ট সার্কিট থেকে যাত্রীবাহী ঈগল পরিবহনে আগুন। পুরো বাসটির ভিতরের সব কিছু পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া গাজী ইয়াসিন মৎস্য আড়টের সামনে।
চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আরশাফুল আলম জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা অভিমুখী ঈগল পরিবহন নামে ( ঢাকা মেট্রো ব-১৪-৭৩৬৪) একটি যাত্রীবাহী বাস চুকনগর সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া গাজী ইয়াসিন মৎস্য আড়টের সামনে পৌছুলে তাতের শর্ট সার্কিট (ধারণা মতে) থেকে আগুন লাগে। সংবাদ পাওয়া মাত্রই তার নেতৃত্বে চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ও ডুমুরিয়া থানার এস আই বিপ্লব হোসেনের নেতৃত্বে ঐ রাতেই ঘটনাস্থলে গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে অন্য পরিবহনে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় পুরো গাড়িটির ভিতরে সকল মালামালসহ বডি বাদে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত গাড়িটি ঘটনাস্থলেই রাখা ছিল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক