চুকনগরে রোকেয়া টেলিকম মালিকের মোটরসাইকেল চুরি

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০ | আপডেট: ১০:০৯:অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
চুকনগর শহরের বিশিষ্ট ব্যবসায়ী রোকেয়া টেলিকম এ্যান্ড মোটরস্ সত্ত্বাধিকারী মোঃ কামরুজ্জামানের একটি মোটর সাইকেল চুরি হয়ে গেছে। এ ঘটনায়
থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।  
 
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, যশোর জেলার কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামের মোঃ ওলিয়ার রহমানের পুত্র ও চুকনগর শহরের রোকেয়া টেলিকম এ্যান্ড মটরস্ এর সত্ত্বাধিকারী মোঃ কামরুজ্জামান তার ব্যবহৃত ডিসকভার -১২৫ সিসি লাল/কালো রং এর মোটর সাইকেল ( যার রেজিষ্ট্রেশন নং খুলনা মেট্রো হ – ১২-৬৭০৭, ইঞ্জিন নং-JZZWDA37728, চ্যাসিস নং- MD2A15EZ4DWA93194) যোগে তার মাতা রোকেয়া বেগমকে আলট্রাসনো করানোর জন্য গত ১৭/০৮/২০২০ ইং তারিখ বেলা আনুমানিক ১১ টার সময় কেশবপুর বাজার হাসপাতাল রোডের হোসেন প্যাথলজি এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশন রুমের সামনে মোটরসাইকেলটি রেখে তার মাতাকে নিয়ে প্যাথলজির দ্বিতীয় তলায় যান।
 
বেলা সাড়ে ১১ টার দিকে ফিরে এসে দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই। এ   ঘটনায় ১৮/০৮/২০২০ ইং তারিখে কেশবপুর থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যার নং-৬২৩/২০২০। 

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা