চুকনগরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ,চার লক্ষ টাকার মাছ নষ্ট: চারজনকে আসামী করে অভিযোগ দায়ের

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা:
চুকনগরে এক ব্যক্তির মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। মারা গেছে প্রায় ৩/৪ লক্ষ টাকার মাছ। চারজনকে আসামী করে ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের।
মামলার বিতরণ সূত্রে জানাযায়, ডুমুরিয়া উ্পজেলার মালতিয়া গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের পুত্র কামরুল ইসলাম লাভলু বয়ারসিং মৌজার বড় চ্যাংমারী বিলে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের কেটে ধান চাষের পাশাপাশি মাছ চাষ করে আসছে। কিন্তু গত ১৮এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার ঘেরের পাহারাদার রনজিৎ রায় ঘেরের মধ্যে টর্চ লাইটের আলো দেখতে পান। তখন সে ঘেরের বাসা হতে বের হয়ে লাইট মেরে দেখেন মাগুরাঘোনা গ্রামের মোসলেম উদ্দীন মোড়লের পুত্র শাহিনুর রহমান টগর (৩৮), গফুর মোড়লের পুত্র রবিউল ইসলাম মিঠু (৪২), মুড়–বুনিয়া গ্রামের মৃত অনিল বিশ্বাসের পুত্র অসীম বিশ্বাস (৩৮) ও মাগুরাঘোনা গ্রামের মৃত জহুর মোড়লের পুত্র মোসলেম মোড়ল (৫০) তার মৎস্য ঘেরে নেমে মাছ মারছে। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে বস্তা ভর্তি মাছ নিয়ে পালিয়ে যায়। এসময় পাহারাদার ঘেরে নেমে দেখতে পান এলমপাস ৪শ মিলিঃ গ্রাম ৩টি বিষের খালি বোতল পানির উপর ভাসতে দেখে। এতে তার প্রায় ৪লক্ষ টাকার মাছ চুরি সহ নষ্ট হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এঘটনায় চারজনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে অভিযুক্ত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর/৮:৪৫ পিএম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক