চুকনগরে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের করুন মূত্যু

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯ | আপডেট: ৬:২৬:অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগরের মাগুরাঘোনায় সেচ মেশিনের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের করুন মূত্যু হয়েছে। রবিবার রাত আনুমানিক ১০টার দিকে বেতাগ্রামের বটতলা বিল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামের বুধই মোড়লের পুত্র কৃষক আসাদুল ইসলাম মোড়ল (৩৮) বেতাগ্রামের বটতলা বিল নামক স্থানে মৎস্য ঘেরে পানি দেয়ার জন্য সেচ মেশিনের মোটর চালাতে গিয়ে নিজের অসাবধানতা বশতঃ পাশের লুচ তারে হাত লেগে ঘটনাস্থইেল তার মূত্যু হয়। এসংবাদ শুনে মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন সহ হাজার হাজার মানুষ তার বাড়িতে ছুটে যান এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় এসআই রনজিৎ নিহতের বাড়িতে গিয়ে দ্রুত লাশ পোষ্ট মর্ডানের জন্য মর্গে প্রেরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক