চুকনগরে মহাসড়কে নির্মানাধীন কালভার্টের নিচে পড়ে এক ব্যক্তির করুন মূত্যু

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ | আপডেট: ৭:০৩:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চুকনগর(খুলনা) প্রতিনিধি:
চুকনগরে মহাসড়কে নির্মানাধীন কালভার্টের নিচে পড়ে এক ব্যক্তির করুন মূত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় চুকনগর খুলনা মহাসড়কের গাজীর বাড়ি মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূতে জানা যায়, ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম মোড়লের পুত্র মোঃ তাজনুর ইসলাম মোড়ল (৩০) মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় চুকনগর বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় তিনি চুকনগর খুলনা মহাসড়কের গাজীর বাড়ি মোড় নামক স্থানে পৌছুলে মহাসড়কে নির্মানাধীন কালভার্টের নিচে পড়ে গিয়ে মাথা দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মারা যান। এদিকে তাজনুর রাজমিন্ত্রীর কাজ শেষে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সারারাত তাকে খোঁজাখুজি করে। জানা যায়,বুধবার ভোরে একটি গাড়ি উক্ত কালভার্টের পাশ দিয়ে যাওয়ার পথে ছাদে থাকা লোকজন কালভার্টের ভিতরে মরা মানুষ ও একটি বাই সাইকেল পড়ে থাকতে দেখে গাড়ির গতিরোধ করে স্থানীয় লোকজনকে ডাক দেয়। এসময় চাকুন্দিয়া গ্রামের নাসির উদ্দীন শেখের পুত্র আসলাম উদ্দীন শেখ নামে এক যুবক রাতে ব্যাংকের ডিউটি শেষে সাইকেল যোগে ঐ সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে কালভার্টের পাশে লোকজনের ভিড় দেখে ঘটনাস্থলে গিয়ে লাশটি তাজুর চেয়ার মত মিল দেখতে পান। তৎক্ষনাৎ তিনি তাজুর বাড়িতে এসে তার পরিবারের কাছে জানতে চান তাজু কোথায় ? তখন তাজুর পিতা বলেন গত রাত ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসময় পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাজুর লাশ চিহিৃত করেন। এসংবাদ এলাকায় ছড়িয়ে পড়া মাত্রই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে তাজু নিজের অসাবধনা বশতঃ সাইকেল থেকে পড়ে মারা গেছে নাকি কোন অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মারা গেছে তার সঠিক কারণ জানা যায় নি।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক