চুকনগরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাস চালক নিহত: আহত ২৫ জন

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ | আপডেট: ১:৩৬:পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

চুকনগর(খুলনা) প্রতিনিধি:
চুকনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক নিহত ও ২৫ জনের মত আহত হয়েছেন। এদের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশংকাজনক। সোমবার বিকাল ৫টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম চারা বটতলা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে আেমবার সন্ধ্যা ৬টার দিকে যশোর-সাত∂ীরা রুটের একটি যাত্রীবাহী বাস (ঝিনাইদহ-জ-১১-০০০৮) চুকনগর অভিমুখে আসার সময় বিপরীত দিক থেকে একটি রড বোঝাই ট্রাক (যশোর-ড-১১-০৪৮৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস ও ট্রাক চালক সহ ২৫ জনের মত আহত হন। মুমুর্ষ অবস্থায় বাস চালক পিন্টু (২৫) কে চিকিৎসার জন্যে খুলনায় নেয়ার পথে তিনি মৃত্যু বরন করেন। ট্রাক চালকের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সাতক্ষীরা সদরের মৃত নির্বাস পালের স্ত্রী গায়ত্রী পাল (৬৫) এবং তালা উপজেলার খলিসখালী গ্রামের আহসান হাবিবের ২ পুত্র মাহামুদুর রহমান (২০) ও মোস্তাফিজুর রহমান (১২)। বাকি আহতদেরকে চিকিৎসার জন্যে দ্রুত নিয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক