চুকনগরে নিজের পায়ে দাঁড়াতে চায় প্রতিবন্ধী মেধাবী ছাত্রী বৈখাশী সরকার: প্রধানমন্ত্রীর কাছে আকূতি

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ | আপডেট: ৮:৩২:অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর(খুলনা) সংবাদদাতা: “করুনা চাই না, চাই কর্মস্থান”সরকারের কাছে এমন আকূতি জানিয়েছে চুকনগরের একজন মেধাবী প্রতিবন্ধী ছাত্রী বৈশাখী সরকার। সে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের গরীর কৃষক পরিতোষ সরকারের মেয়ে। জন্মাবধি তার দুটি কানের ছিদ্র বন্ধ থাকায় খুব উচ্চস্বর শব্দ ছাড়া কথা শুনতে পান না। শারীরিকভাবে বেশ অক্ষমতা রয়েছে তার। কিন্তু তারপরও লেখা পড়ায় সে বেশ অদম্য। সকল প্রকার বাধা উপেক্ষা করে দেশের সর্বোচ্চ ডিগ্রী লাভ করেছে সে। এসএসসি থেকে এমএসসি পরীক্ষা পর্যন্ত সকল পরীক্ষায় ১ম শ্রেণী লাভ করেছে সে। বেশ সুনামের সাথে লেখাপড়া শেষ করে বিভিন্ন দপ্তরে আবেদন করেও এখনও পর্যন্ত কোন চাকুরীর সুযোগ সে পাননি তিনি। বর্তমানে বাবার কাধের উপর ভর করে তার জীবন চলছে। বৈশাখী সরকার জানায়, লেখাপড়া শেষ করেও কোন চাকুরী না হওয়ার কারণে গরীব কৃষক বাবার উপর করে তার জীবন চলছে। তাই সংবাদ পত্রের মাধ্যমে শেষ দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি চাকুরীর ব্যবস্থা করে দিলে আজীবন তার কাছে চির ঋণী থাকবো। বৈখাখী আরও জানায়, ২০০৮সালে খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ, ২০১০সালে চুকনগর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ, ২০১৩সালে ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় প্রথম বিভাগ ও ২০১৮সালে যশোর এম এম কলেজ থেকে এমএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে পাশ করেন তিনি। সাফল্যে ভরা সনদপত্রের কমতি নেই তার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার দাবি ছোট হোক বড় হোক তার একটি কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হোক। যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। বৈশাখী সরকার, মোবাঃ ০১৭১১-২১০৬৬৪, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র যার রোল নং-৫৭১৭৮৫৭।

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক