চুকনগরে আবাসন প্রকল্প পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ | আপডেট: ২:১৫:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
চুকনগরে কাঁঠালতলা আবাসন প্রকল্প পরিদর্শনকালে বৃক্ষরোপন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম।

খুলনার চুকনগরের কাঁঠালতলা আবাসন প্রকল্প পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। রোববার বেলা ১১টার দিকে আবাসন প্রকল্প পরিদর্শনকালে বকুল গাছের চারা রোপন, প্রকল্পের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ ও প্রকল্পে বসবাসকারীদের সাথে কুশল বিনিময় করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, এডিসি (সার্বিক) ইউসুফ আলী, এডিসি শাহানাজ পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, পিআইও আশরাফ হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা