গ্রাম আদালতের মাধ্যমে সাধারন মানুষ ন্যায় বিচার পাচ্ছে: ইউপি চেয়াম্যান মতিয়ার রহমান

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

ডেক্স রিপোর্ট:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীও ইউনিয়ন ও ইউ.এন.ডিপি’র আর্থিক ও কারিগরী সহযোগিতায় ওয়েল ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়ে) প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম চলছে। ২০১৭ জুলাই থেকে আগষ্ট ২০১৯ পর্যন্ত মোট মামলার সংখ্যা ১শ ২৭টি, যারমধ্যে ১শ ২৪ টি নিষ্পত্তি হয়েছে। ফৌজদারী মামলা থেকে ৪৯ হাজার ৪শত টাকা, দেওয়ানী মামলা থেকে ৫১ হাজার ৪শত টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
সরকারী কোষাগারে মামলার ফিস বাবদ ১৭শ ৮০টাকা দেওয়া হয়। এছাড়া ৪৪শতক জমি উদ্ধার করা হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক বিষয়ে উঠান বৈঠক, মতবিনিময় সভা, যুব কর্মশালা, র‌্যালী, গ্রাম আদালত নাটক প্রদর্শন করা হয়।
এ ব্যাপারে সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারন জনগন অল্প সময়ে সল্প খরচে সেবা পাচ্ছে।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মাহফুজুর রহমান মধু/নিজস্ব প্রতিবেদক/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক