খলিষখালী বন্ধন সংগঠনের উদ্যোগে ত্রানসামগ্রী বিতরন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ৬, ২০২০ | আপডেট: ৮:০১:অপরাহ্ণ, মে ৬, ২০২০
মহামারী  করোনার কারনে সমাজের  কর্মহীন মানুষের পাশে  সহানুভূতির হাত বাড়িয়েছে   তালার  স্বেচ্ছাসেবী সংগঠন  বন্ধন।  বুধবার(৬মে) তালার খলিষখালীতে ১০০ পরিবারের মাঝে  বন্ধনের পক্ষ থেকে  ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়  ।
 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গাজী  রোকনুজ্জামান, এ্যাডভোকেট  শেখ আব্দুল হামিদ , সাংবাদিক মেহেদি হাসান, ডাঃ সুব্রত কুমার দে, প্রভাষক বিষ্ণু হোড়,যুবলীগ নেতা ফজলু রহমান সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ । সংগঠনের এক সদস্য গাজী রোকনুজ্জামান বলেন, বর্তমানে কোভিট-১৯ কারনে সমাজের অনেক মানুষ অসহায় হয়ে মানবেতার জীবন যাপন কাটছে। তাদের এই দুঃসময়ে আমারা ১৯৯৫এস এস ব্যাচ( বন্ধনের)  উদ্যোগে স্বল্পপুজিতে মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজদের ধন্য মনে করছি ।
 
আমার দল মত নির্বিশেষ সকলে এক হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি।পরিশেষে তিনি বলেন,  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন :

কিশোর কুমার। নিজস্ব প্রতিবেদক। পাটকেলঘাটা, সাতক্ষীরা