খলিষখালী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শিশুখাদ্য বিতরন

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ৩, ২০২০ | আপডেট: ৮:৩০:অপরাহ্ণ, মে ৩, ২০২০
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান গরীব ও দুস্থ  মায়েদের হাতে শিশু খাদ্য প্যাকেট দুধ  বিতরন করেছেন।  রবিবার (৩মে) বেলা ১টা  থেকে ধারাবাহিকভাবে ২১ জন মায়ের হাতে  শিশু খাদ্য তুলে দেওয়া হয়। ইউনিয়নে সরকারী ভাবে বরাদ্ধ হওয়া ২১ প্যাকেট দুধ বিতরনের পাশাপাশি কয়েকজন মায়ের হাতে ব্যক্তিগত নগদ অর্থ সহায়তাও তুলে দিয়েছেন।
 
খলিষখালী ইউপি চেয়ারম্যান  মোজাফফর রহমান বলেন, বর্তমানে কোভিট-১৯ কারনে সমাজের নিম্ন আয়ের মানুষ এখন নানা সমস্যায়  সম্মূখীন। সরকারের পর্যাপ্ত পরিমানে বরাদ্দ না থাকায় মাঝে মাঝে ব্যাক্তিগত অর্থায়নে জনগনের সেবায়  নিজেকে নিয়োজিত রেখেছি। তিনি বলেন, দেশের এই সংকটময় অবস্থায় সমাজের সকল  বিত্তবানরা যদি সহানুভূতির হাত বাড়ায় তাহলে গরীরের কষ্টটা একটু লাঘব হত। 
 
এ সময় সেখানে উপস্থিত ছিল ইউপি সদস্য উত্তম দে, ওসমান শেখ, সচিব সহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গাজী আব্দুর ছাত্তার, যুবলীগ নেতা বিপ্লব মুখার্জী (চাদু), আবু সাইদ গোলদার, নারায়ন হোড় প্রমূথ।

আপনার মতামত লিখুন :

কিশোর কুমার। নিজস্ব প্রতিবেদক। পাটকেলঘাটা, সাতক্ষীরা