কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শাহীন চাকলাদারের মতবিনিময়

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর (যশোর):
জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ (কেশবপুর) আসনে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচন। কেশবপুর আসনের উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দিয়েই তিনি প্রথম সাংবাদিকদের মাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় কালে প্রধান অতিথি শাহীন চাকলাদার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের কথা মনোযোগ সহকারে শোনেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক আশরাফুজ্জামান, সাইদুর রহমান সাইদ, দিলীপ মোদক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব আবদুস সাত্তার মোল্ল্যা, হাজ্বী রুহুল কুদ্দস, সাবেক সাধারণ সম্পাদক আবদু হাই সিদ্দিক, যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান টুলু, অধ্যক্ষ এম আর মঈন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার সম্পাদক শাহীনুর রহমান, নির্বাহী সদস্য কে এম কবীর হোসেন, নুরুল ইসলাম খান, আবদুর রহমান, রুহুল আমীন খান, আবদুর রাজ্জাকসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন ও গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মুনসুর আলী সরদার, মিজানুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী, তুহিন পাড়, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, সাহরিয়ার রায়হান সান্টু, আল হেলাল সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, আবুল বাসার খান, আবদুস সালাম খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক