কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে “রেড জোন” ঘোষণা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ | আপডেট: ৩:৪৩:অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

করোনা ভাইরাস মোকাবেলায় যশোরের কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে যশোরের সিভিল সার্জনের কার্যালয়ের কোভিড-১৯ মোকাবেলায় এক জরুরি সভায় কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ড এর কেশবপুর ও ভোগতি-নরেন্দ্রপুর(পূর্বাংশ) এলাকা রেড জোনের আওতায় আনা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেড জোন এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, গত ১৪ দিনে পৌরসভার ১নং ওয়ার্ডে ডাক্তার দ¤পতিসহ ৫ জনের দেহে করোনা পজেটিভ হওয়ায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যার কারণে যশোর জেলার সিভিল সার্জনের কার্যালয়ের এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর