কেশবপুরে মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ | আপডেট: ৪:৪৭:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ ও প্রদান কর্মসূচির অংশ হিসাবে যশোরের কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা কৃষকলীগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা  মহাদেব চন্দ্র সানার তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আটন্ডা-শ্রীফলা প্রাথমিক বিদ্যালয়ে বনজ, ভেষজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, আটন্ডা-শ্রীফলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি রাণী বিশ্বাস, সহকারি কৃষি উপপরিচালক অনাথ বন্ধু দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর