কেশবপুরে ভাসমান বেডে সবজি চাষের ওপর মাঠ দিবস

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ | আপডেট: ৩:০৬:অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

ভাসমান বেডে সবজি ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল রাজবংশী পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীনের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ড. আক্তারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনির হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ, কৃষক রূপ কুমার সরকার, নীল রতন, মেঘনা রায় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মধ্যকুল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস। এর আগে প্রধান অতিথি হরিহর নদীর ভাসমান বেডের বিভিন্ন প্লটের সবজি পরিদর্শনকালে কৃষকদের পরামর্শ দেন। শেষে সবজি উৎপাদনকারি ৩ কৃষককে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর