কেশবপুরে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু 

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১ | আপডেট: ৭:১৮:অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১
যশোরের কেশবপুরে শুক্রবার বিকেলে ডাকবাংলো রোডে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে  হনুমানের মৃত্যু হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
প্রত‍্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা গেছে,  শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে কেশবপুর পৌর শহরের ডাকবাংলো রোডের পাশে বিরল প্রজাতির কালোমুখো একদল হনুমান খাদ্যের জন্য বিভিন্ন দোকানের উপর ছুটাছুটি করতে থাকে । এ সময় একটি হনুমান বৈদ‍্যুতিক তারের ওপর লাফিয়ে পড়লে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। সাথে সাথে প্রত‍্যাক্ষদর্শী দোকানদাররা  বন বিভাগের কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেন। এ দিকে বিদ‍্যুৎ স্পৃষ্টে মৃত্যু হওয়া হনুমানের অপর সঙ্গীরা ঘটনাস্থলে জড়ো হয়ে শোকে মাতোয়ারা হয় বলে জানা গেছে।
 
এ ব‍্যাপারে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ‍্যুৎ স্পৃষ্টে মৃত্যু হওয়া হনুমানটি উদ্ধার করে বন অফিসে আনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন স‍্যারকে  অবহিত করে সৎকার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর