কেশবপুরে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা 

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ৯, ২০২০ | আপডেট: ১:১৪:অপরাহ্ণ, মে ৯, ২০২০

যশোরের কেশবপুরে কর্মহীন মানুষ নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে তাদের মাসিক বিদ্যুৎ বিল নিয়ে পড়েছেন বিপাকে। জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ  হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে বিলম্ব মাশুল ছাড়া ৩ মাসের বিদ্যুৎ বিল প্রদান করা যাবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কিন্তু যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় কেশবপুর জোনাল অফিস আগামী ১৬ মে এর মধ্যে বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ছাড়া প্রদান করা যাবে বলে গত ৫মে কেশবপুরে মাইকিং করে। পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিস ছাড়া কোন ব্যাংকে বিদ্যুৎ বিল নিচ্ছে না।

যার ফলে কেশবপুর উপজেলার হাজার হাজার গ্রাহক তাদের বিদ্যুৎ বিল নিয়ে পড়েছেন বিপাকে। পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসে বিদ্যুৎ বিল নিলেও সেখানে জনবল কম থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে জরুরী ভিত্তিতে পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসে বিদ্যুৎ বিল গ্রহণ সেকশনে জনবল বৃদ্ধি ও কেশবপুর উপজেলার সকল ব্যাংকে বিদ্যুৎ বিল গ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তোভোগি পল্লী বিদ্যুতের গ্রাহকরা।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর