কেশবপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ | আপডেট: ২:২৬:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর (যশোর):
যশোরের কেশবপুর উপজেলায় মঙ্গলবার দিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ের ১২৪ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৭২টি মাধ্যমিক স্কুল ও ৫২টি মাদ্রাসা অংশ নেয়। মঙ্গলবার সকাল থেকে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন ভিত্তিক স্কুল-মাদ্রাসা নিয়ে মোট ১২টি পৃথক ইউনিটে “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মূখ্য” শীর্ষক ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১২টি ইউনিটের ১২টি বিজয়ী দল বুধবার (১১ মার্চ) উপজেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবে। উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক, সরকারি কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নের্তৃবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য্য, অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক