কেশবপুরে জাতীয় বীমা দিবস পালিত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ | আপডেট: ৯:১১:অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুরে মুজিব বর্ষে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুরের বিভিন্ন বীমা কম্পানীর সমন্বয়ে শহরে প্রধান প্রধান সড়কে র‌্যালী প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, নাসিমা সাদেক, যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক এস. আর সাঈদ, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোং এর ইনচার্জ আব্দুর রাজ্জাক, ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোং এর ইনচার্জ জামাল উদ্দীন, ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স কোং এর ইনচার্জ কে.এম নিয়ামত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বরের বীমা কম্পানীর দেওয়া স্টল গুলোতে উপস্থিত হয়ে বীমার উপকারিতা সম্পর্কে অবগত হন।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক