কালিগঞ্জে সুশীলনের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

কালিগঞ্জে সুশীলন এর উদ্যোগে সোমবার সকাল দশটায় কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ গৃহঋণ গ্রহীতা অসচ্ছল পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাস দূর্যোগকালীন সময়ে সুশীলন এর বাস্তবায়নে ইনক্লুসিভ হোম সলিউশন লিমিটেড এর অর্থায়নে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ উদ্বোধন করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সুশীলন এর এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, ইন্টারনাল অডিটর রবীন্দ্রনাথ বিশ্বাস, হিসাব রক্ষক কৃষ্ণ কর্মকার, হোম সলিউশন এর বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার শেখ আহসান হাবীব, সেন্টার ম্যানেজার মহসিন আলম প্রমুখ।গৃহঋণ গ্রহীতা প্রত্যেকটি অসচ্ছল পরিবার ২৫৫০ টাকা করে ৫০৫ টি পরিবার কে মোট ১২লক্ষ ৮৭হাজার ৭৫০ টাকা প্রদান করা হবে।

এরমধ্যে কালিগঞ্জ উপজেলায ৩৭৭জন, দেবহাটা উপজেলায় ৬১ জন, শ্যামনগর উপজেলায় ৪২ জন, আশাশুনি উপজেলায় ১৯ জন ও কলারোয়া উপজেলা ৬ জন বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা পাবে।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।