কালিগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ | আপডেট: ১২:১৯:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী ও সহযোগী সংগঠন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

১৫ আগষ্ট শনিবার সকাল ৭টায় বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালিগঞ্জ ডাক বাংলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও শোক পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়। পরে শোক র‌্যালী সহকারে কালিগঞ্জ কাঁকশিয়ালী সেঁতুর পাশে বঙ্গবন্ধু মুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, এছাড়া উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ সহযোগী অন্যান্য সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। পরে দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়াশীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল অফিসারদের নিয়ে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ থানার পক্ষে পুস্প মাল্য অর্পন করেন থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন সহ অন্যান্য অফিসার বৃন্দ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ সংসদ কমান্ডের পক্ষে পুস্পমার‌্য অর্পন করেন সংসদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম সহ মুক্তিযোদ্ধার। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে পুস্প মাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এস,এম গোলাম ফারুক, এছাড়া কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষে পুস্প মাল্য অর্পন করেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহছান, বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা শাখা ও শ্যামনগর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক রালী ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন জামিনুর রহমান সহ এছাড়া মহিলা আওয়ামীলীগের জেবুন্নাহার জেবু, আওয়ামীলীগ নেতা সামছুল হুদা কবির খোকন, শেখ ইকবাল আলম বাবলু, আমির আলী খাঁন, মোঃ মঈনুদ্দীন খাঁন মনি, মিন্টু খাঁন, সাংবাদিক আব্দুল কাদের, ফারুক হোসেন, এস,কে আব্বাস, আলিম খাঁন, মোঃ মনিরুল ইসলাম, জাকির হোসেন, আছের আলী, কামরুজ্জামা বাবু, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, মারুফ হোসেন, খোরশেদ, এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, দৃষ্টিপাত ব্যুরো প্রধান আশেক মেহেদী, জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আব্দুল্লাহ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবন্দ। কালিগঞ্জ প্রাণি সম্পদ অফিসের পক্ষে ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল, কালিগঞ্জ সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ জি,এম,রফিকুল ইসলাম সহ কলেজের শিক্ষক মন্ডলী।

শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ সহ কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শিক্ষক কর্মচারী বৃন্দ। কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রাধন শিক্ষক বরুন কুমার দত্ত সহ অন্যান্য শিক্ষক কর্মচারী বৃন্দ। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়া সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, এছাড়া বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা জানিয়ে পুস্প মাল্য অর্পন করেন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুস্প মাল্যের পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষির্কী ও শোক দিবস উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধো শেখ মমতাজ হোসেন মন্টু। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুমের মাধ্যমে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা