কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ | আপডেট: ৭:২৫:অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন নির্বাচনে মোট ২৮৩জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫টি পদের বিপরীতে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন এবং ৬টি পদের বিপরীতে ৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচেন আব্দুল আজিজ শেখ চেয়ার প্রতীক নিয়ে ১৬২ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ সাধন দাস হারিকেন প্রতীক পেয়েছেন ১২০ভোট। মোঃ রায়হান মোড়ল মাছ প্রতীক নিয়ে ১৫৭ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হাচানুজ্জামান হাসান ফুটবল প্রতীক পেয়েছেন ১২৪ভোট। শেখ নজরুল ইসলাম নজু আনারস প্রতীক নিয়ে ১১৮ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিব্দন্দ্বী আসাবুর রহমান মোড়ল আম প্রতীক পেয়েছেন ৯৯ভোট। মোঃ মনিরুজ্জামান মনি বই প্রতীক নিয়ে ১৫১ভোট পেয়ে কোষাদক্ষ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম শেখ কলম প্রতীক ১২৫ ভোট পেয়েছেন। আব্দুল্ল¬াহ মোল্যা টেবিল প্রতীক নিয়ে ১৮৩ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর বিশ্বাস তালা প্রতীক ৯৭ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শেখ, প্রচার সম্পাদক আব্দুর রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক বিল¬াল গাজী, কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম ও নুরুল ইসলাম নুুরু। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক