কলারোয়ায় ভাগ্নিকে পিটিয়ে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মামার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ | আপডেট: ১০:১৩:অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
কলারোয়ায় ভাগ্নিকে পিটিয়ে হত্যার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামা সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের মোকছেদ মোড়লের পুত্র সবুজ মোড়ল মঙ্গলবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন- ‘তার ভাগ্নে পিয়া খাতুনকে পিটিয়ে হত্যার বিচার আজো হয়নি।’

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রাজু গাজী কর্তৃক ধানদিয়া গ্রামের গৃহবধু পিয়া খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ করে তিনি বলেন- ‘আমি নিহত গৃহবধু পিয়া খাতুনের আপন মামা। আমি বাদি হয়ে গত ১০/১০/২০১৯ইং তারিখে কলারোয়া থানায় মামলা দায়ের করি। মামলা নং-১২। কিন্তু আসামি পক্ষ ক্ষমতাধর ও শক্তিশালী হওয়ায় আজো আমরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত। আসামি এলাকায় বলে বেড়াচ্ছেন যে, আমাকে (আসামি) কিছুই করতে পারবে না ওরা। আমার (আসামি) টাকা আছে আমি (আসামি) আইন কিনে নেবো। এমনকি বাদি পক্ষকে হুমকি দিয়ে যাচ্ছেন আসামি। এখন আমি কোন উপায় না দেখে দিশেহারা হয়ে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতনদের দরজায় সুষ্ঠু বিচারের দাবি জানাতে এসেছি।’

তিনি আরো বলেন- ‘নিরপেক্ষ তদন্তপূর্বক আমি যেনো আইন ও আদালতের সহয়তা পেতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

 

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক