কলারোয়ায় ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে যশোর

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ১:৫২:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
কলারোয়ায় ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে যশোরের দেশ ক্রিকেট একাডেমী। ২২ জানুয়ারী বুধবার দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে এই খেলায় যশোর দেশ ক্রিকেট একাডমী বনাম কলারোয়া ক্রিকেট একাডেমী জুনিয়র দল পরস্পর মোকাবেলা করে।
টসে জিতে কলারোয়া ব্যাটিংয়ের সিন্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে ১২৬ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে তপু ২৩ বলে ৩৮ রান, আকতার ১৭ বলে ২২ রান ও শাওন ১০ বলে ১২ রান করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

যশোরের পক্ষে রাদিত ৫ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট ও ইয়াচিন ৫ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট পান।
১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যশোর ২৯ ওভার ৩ বল খেলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। দলের পক্ষে বাবু ৪৫ বলে ২৪ রান, শরিফ ৩৪ বলে ১৭ রান শফিকুর ১১বলে ১৩ রান করেন।
কলারোয়ার বোলার শুভ ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট, মেহেদী ২১ রান দিয়ে ২ উইকেট ও সাকিব ৯ রান দিয়ে ২টি উইকেট পান।
ফলে যশোরের দেশ ক্রিকেট একাডেমী ২ উইকেটে জয়লাভ করে। বিজয়ী দলের রাদিত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন আকতার ও সাকিব। স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম ও যুবায়ের। কলারোয়া ক্রিকেট একাডেমী ম্যাচটি আয়োজনে করে।

অনেক ক্রিড়াপ্রেমি দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন রেজাউল করিম লাভলু, নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের ক্রিড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, আদিত্য বিশ্বাস, ফাইম, মাহিন, ওয়ালিদ, আরিজুল প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক