কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ | আপডেট: ৭:২৪:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা):
কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’- শীর্ষক স্লোগানে মঙ্গলবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটস দলের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’।
উপজেলা প্রশাসন আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার সুলতানা জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, আনসার ভিডিপি অফিসার মোমেনা খাতুন সমবায় অফিসার নওশের আলীসহ অন্যান্যরা।

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক