কলারোয়ায় গাভী পালনে প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০ | আপডেট: ১০:৫৮:অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা):
কলারোয়ার জালালাবাদে গাভী পালনে প্রশিক্ষণ নেয়া বেকার যুব পুরুষ-মহিলাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫মার্চ) বিকেলে উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলারোয়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাভী পালনের উপর ৭দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের এই সেশনে ৩৫জন বেকার যুবক-যুবতী অংশ নেন।
প্রশিক্ষণ শেষে ৫০ নম্বরের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ বাংলাদেশ’ -শীর্ষক স্লোগানে এই প্রশিক্ষণ সেশনের পরীক্ষা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার, প্রশিক্ষক বেলাল হোসেনসহ সংশ্লিষ্টরা। পরীক্ষায় উত্তীর্ণদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সার্টিফিকেট প্রদান ও বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক