কলারোয়ার জয়নগরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের উন্মুক্ত ভাতা বাছাই

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০ | আপডেট: ২:৪৯:অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা):
কলারোয়ার জয়নগরে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের উন্মুক্ত ভাতা বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভাতা প্রত্যাশী বহু নারী-পুরুষ অংশ নেন। তাদের জাতীয় পরিচয়পত্র, ছবি ও আনুষঙ্গিক কাগজপত্রসহ সরেজমিন প্রত্যক্ষ সম্পন্ন করে ভাতাভোগীর তালিকা প্রস্তুত প্রক্রিয়ার কাজ করা হয়।
পরবর্তীতে পর্যায়ক্রমে ভাতাভোগীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ২০১৯-২০ অর্থবছরের বর্ধিত এসকল ভাতা উন্মুক্ত ভাবে বাছাই কর্মসূচির আয়োজন করে ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ ও উপজেলা সমাজসেবা অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু।
উন্মুক্ত বাছাই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার ছাবের আলী, ইউপি সদস্য জয়দেব সাহা, ইউপি সদস্য রওশন আলী খাঁ, ইউপি সদস্য খালিদ হাসান টিটু প্রমুখ।

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক