কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৩ কেজি রৌপ্য গহনা আটক করেছে বিজিবি

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২ | আপডেট: ৩:৪৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৩ কেজি রৌপ্য  গহনা আটক করেছে । তবে এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল-মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানান, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারত থেকে চোরাপথে আসা বড়ো একটি রুপার চালান পাচার করা হচ্ছে।  এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি মজুমদার খাল নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ২৩ কেজি ভারতীয় রুপার গহনা আটক করা হয়। উক্ত রুপার গহনার বাজার মূল্য ২৯ লাখ ৯০ হাজার টাকা। 

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহামুদ জানান, ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স