কলারোয়ায় মাসব্যাপী গ্রাম ডাক্তারদের রিফ্রেসার্স ট্রেনিং কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ | আপডেট: ১০:২৪:অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়ায় মাসব্যাপী গ্রাম ডাক্তারদের রিফ্রেসার্স ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের পরিচালনায় কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়নে গ্রাম ডাক্তারদের মান উন্নয়নে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার গ্রাম ডাক্তারদের নিয়ে মাসব্যাপী ট্রেনিং কোর্সের উদ্বোধন হয়েছে। রিফ্রেসার্স ট্রেনিং এর প্রথম পর্যায়ে ১০০জন গ্রাম ডাক্তারদের ট্রেনিং শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল সার্জনের স্বাক্ষরে সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বৃহষ্পতিবার (১২মার্চ) সকাল ১১টার দিকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লাইব্রেরী রুমে রিফ্রেসার্স ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রাম ডা. আ. গফফার, গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম, গ্রাম ডাক্তার আব্দুল বারি, বীর মুক্তিযোদ্ধা গ্রাম ডাক্তার আবু ইব্রাহিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম, সেক্রেটারি গ্রাম ডাক্তার সেলিম মো. সিদ্দিকী, গ্রাম ডাক্তার আব্দুল করিম, গ্রাম ডাক্তার রেজাউল ইসলাম, গ্রাম ডাক্তার আবু সাঈদ, ডাক্তার রেজওয়ান উল্লাহ, গ্রাম ডাক্তার আনিসুর রহমান পলাশসহ কলারোয়া উপজেলার প্রায় দেড় শত গ্রাম ডাক্তার। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক