কবিতা: “লকডাউন ও প্রিয়”

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ | আপডেট: ৩:৪১:অপরাহ্ণ, জুন ৪, ২০২০
একদিন পাশাপাশি হাত ধরে
হেঁটেছিলাম প্রহর ধরে 
একদিন তারে দেখেছিলাম
স্বচক্ষে প্রানভরে,
 
মাঝে মাঝে দেখতে দেখতে 
পলক থেমে যেতো
তার হাতের জলের ছিটায় 
কখনো হুশ ফিরতো,
 
ভুলতে আমি পারবোনা
 কখনোই সে মুখ
তার প্রিয়তমা হতে বিসর্জন দিয়ে যাব নিজের সব সুখ
 
বিরহীত প্রান আমার তার স্বপ্নে 
হয়ে আছে বিভোর
তাকে দেখবো,তাকে দেখবো ,
কবে আসবে সেই ভোর?
 
আচ্ছা, দুরত্ব যদি 
শুধুই এক যোজন হতো 
তবে তারে চুপি চুপি
নিশ্চই দেখে আসা যেত,
 
দ্বাদশ যোজন পথ পেরিয়ে 
যেতে হয় তার বাড়ি
ওরে, লকডাউনে আমি
 সে পথ কেমনে দিবো পারি?
 
বাঘা কিংবা গুপির মতো 
আমায় ভুতের রাজা দিতো যদি বর
চলে যেতাম তৎক্ষনাৎ
তাকে দেখতে মন যে আমার করছে ধরফর,
 
হে আমার প্রানের পৃথিবী তুমি_
আগের মতো হয়ে উঠো আবার
বহুদিন যে হয়নি দেখা
প্রিয়ের সঙ্গে আমার।

আপনার মতামত লিখুন :

কবিতা। তুলোশী চক্রবর্তী। পশ্চিম বাংলা