কবিতা: “করোনা আতংকিত বিশ্ব”

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
লেখক সরদার এমএ মজিদ

করোনা ভাইরাসে বিশ্ব আতংকিত,
সেই ভাইরাসে মানুষ মরছে শত শত।
করোনা ভাইরাসে বিশ্বের রুপ, পাল্টে গিয়েছে,
নারী-পুরুষ সবাই মুখে মুখোশ পরেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

করোনাঘাতে স্বজনেরা করে হায় হায়,
সেই করোনা শনাক্ত হলে সবে দুরে সরে যায়।
সচেতনতাই মহা ঔষধ জানে বিশ্ব বাসী,
জানার পরেও আমরা সবাই করছি গড়ি মশি।

জন্মিলে মরিতে হবে, অমর কে রবে,
আতংকিত না হয়ে সেবায় ব্রত হই সবে।
বিশ্ব মাঝে নি:স্ব আমি মানবতাই ধর্ম,
ব্যাথিতের ব্যাথা না বুঝলে বৃথা যাবে কর্ম।

সামাজিক দুরত্ব মোরা বজায় রেখে চলবো,
পরিবার পরিজনদের মাঝে প্রফুল্যতা আনবো।
জন্মেও শুনিনি মোরা অকরুন ঘটনা,
কৃত পাপের জন্য করি প্রভুর প্রার্থনা।

যবনিকা হোক করোনা ভাইরাস বিশ্ববাসী মুক্তি পাক,
মানব জাতির হৃদয়াঙ্গনে প্রষ্ফুটিত হোক।
ধরনীর বুকে রমনী যেমন, পদ্ম ফুল,
ভোগ বিলাসিতায় মত্ত না হয়ে সেবায় হই মশগুল।

বিধির লিখন না যায় খন্ডন যদি চলে যায় প্রাণপাখি,
করোনা ভয়ে বিদায় বেলা যেন হারায়ে না যায় খেলার সাথী।

 

লেখক ও গবেষক
সরদার এম এ মজিদ
পাটকেলঘাটা, সাতক্ষীরা।
মোব: ০১৭২৩৯১২৭৪১।


আপনার মতামত লিখুন :

লেখক। সরদার এম এ মজিদ। পাটকেলঘাটা, সাতক্ষীরা