কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গোৎসবের পরিসমাপ্তি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯

ডেক্স রিপোর্ট:
যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গোৎসব-২০১৯ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। মঙ্গলবার(৮ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসার্জনের মধ্যদিয়ে এবারের দূর্গোৎসব শেষ হয়েছে।
এ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কালিবাড়ি চত্বরে পার্শবর্তী সরুলিয়া, কাশিপুর, তৈলকূপী, রাজেন্দ্রপুর, কুমিরা, পাটকেলঘাটা এলাকার প্রতিমা জমায়েত হয়। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় হিন্দু ধর্মালম্বী বিভিন্ন বয়সী লোকজন জমায়েত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সরুলিয়া ইউনয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে তালার ইসলামকাটি খেয়া ঘাট ব্রীজের নিচে উপরে হাজারও মানুষের উপস্থিতির মাধ্যমে ইসলামকাটি রক্ষা কালীতলা, হরিতলা, বারুইপাড়া, পালপাড়া, ঘোষ পাড়া, ইসলামকাটি দাসপাড়া, সুজনশাহা, পরেনপুর মেলোপাড়া, বলরামপুর, ফলেয়া, হাজরাপাড়া, হাজরাপাড়া কালীবাড়ী, ঘোষ পাড়া, চৌধুরী বাড়ি এলাকা হতে বহু মায়ের প্রতিমা ইসলামকাটি কপোতাক্ষ নদীতে বিশার্জন দিতে আসে, এখানে পাটকেলঘাটা ও তালাথানার পুলিশ, প্রশাসনের কর্মকর্তাসহ ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, মাগুরা ইউপি চেয়ারম্যান শ্রী গনেশ দেবনাথ, তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার, পূজা উদযাপন পরিষদ নেতা বিকাশ মজুমদার, তপন পাল, গোবিন্দ ঘোষ, রনজিৎ ঘোষ, মাধব দত্ত, রবিন দত্ত প্রমূখ।
এবারের পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ায় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক