কপিলমুনিতে ৪ সাজাপ্রাপ্ত আসামী আটক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ | আপডেট: ১০:৩১:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): খুলনার কপিলমুনিতে ৪ সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে ফাঁড়ী পুলিশ। তারা বেশ কিছুদিন ধরে পালাতক থাকার পর পুলিশের হাতে আটক হয়। পুলিশ জানায়, কপিলমুনি পুলিশ ফাঁড়ীর এ এস আই প্রবাস মিত্র ও এ এস আই এনামুল হক সোমবার রাত ১০ টার দিকে কপিলমুনির নিকারীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় রেজাকপুর গ্রামের কেরামত আলীর ছেলে ইসমাইল গোলদার (৪৫)কে আটক করে। এরপর রাত ১ টার দিকে কপিলমুনির কাজিমুছা গ্রামের মহাতাপ বিশ্বাসের ছেলে মোবারক বিশ্বাস (৪০) ও আবুল হোসেন (৩৮) এবং মোবারচ্ছেদ বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৪৫)কে তাদের বাড়ি থেকে আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে। আটককৃতরা বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া আসামী। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি সংবাদটি ১৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ