পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯ | আপডেট: ৫:৪০:অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী নানা কর্মসুচির মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, সম্মাননা, পুরস্কার ও বই বিতরন, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার বেলা ১১ টায় পাইকগাছার নতুন বাজার চত্ত্বরে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বের বিশেষ অতিথি ছিলেন, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, পাইকগাছা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দীপংকর সাহা, লেখক ও কবি সোহার্দ্য সিরাজ, পরিবারের সদস্য কাজী জামানউল্লাহ, সাংবাদিক সুমন্ত চক্রবর্ত্রী।
শিক্ষক শিব শংকর রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, প্যানেল চেয়ারম্যন-২ জগন্নাথ দেবনাথ, ব্রততী রায়, প্রতিবন্ধি ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়, লেখক ও কবি সুদয় কুমার মন্ডল, প্রদ্যুত ঘোষ, অশোক কুমার ঘোষ, কপিলমুনি গুনীজন স্মৃতি সংসদের সভাপতি আঃ সবুর আল-আমিন, রিপন আহম্মেদ নূরআলী মোড়ল, মোঃ কওছার আলী, এম এ বারিক, শিক্ষক মাছুম বিল্লাহ, শিক্ষার্থী তনুজা খানম, সুমাইয়া সুলতানা । আবৃতি করেন নাজিয়া ফেরদৌসী, রাবেয়া আক্তার মলি, মাহমুদুল হাসান নাহিদ। অনুষ্ঠানে সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় শংকর কুমার মল্লিক ও জি এম এমদাদ কে কাজী ইমদাদুল হক সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক