কপিলমুনিতে রায় সাহেবের মৃত্যু দিবসে আলোচনা

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
দক্ষিণ খুলনার অন্যতম দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কপিলমুনি রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদ র‌্যালী, খাদ্য বিতরণ, অলোচনা সভা, বিনোদ স্মৃতি সংসদ প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালী ও পথসভা করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে শনিবার সকাল ৯টায় মাল্যদান শেষে বাজারে র‌্যালী বের করা হয়। র‌্যালীতে অংশ গ্রহনকারীরা রায় ‘সাহেবের স্মৃতি অমর হোক’ ¯েøাগান দিতে থাকে। বেলা ১১ টায় সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গনে স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা আ’লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবীর আহম্মেদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, চম্পক কুমার পাল, অধ্যাপক রেজাউল করিম খোকন, শেখ আঃ রশীদ, অমল কান্তি ঘোষ, মুন্সী রেজাউল করিম মহব্বত, পলাশ কর্মকার, রবীন্দ্র নাথ অধিকারী, মোঃ নূরুজ্জামান, আঃ রহমান, রাম প্রসাদ পাল, অনুপম সাধু, সঞ্জয় দাশ, বজলুর রহমান, ডাঃ গোপাল চন্দ্র দাশ, জগদীশ দে, শান্নু সাধু, বদরুজ্জামান খান বাবলু, কৃষ্ণেন্দু দত্ত, রাসেল জোয়ার্দার প্রমুখ। স্মরণ সভা শেষে খাদ্য বিতরণ করা হয়। এদিকে বিনোদ স্মৃতি সংসদ দিনটি পৃথকভাবে পালন করে।

সকাল সাড়ে ৮টায় রায় সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান, ৯ টায় র‌্যালী, ১০ টায় কালীঘাট সংলগ্ন অস্থায়ী কাঁচাবাজারে পথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি এড. দিপংকর সাহা। বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, প্রভাষক তাপস সাধু , আঃ রাজ্জাক ফকির, পলাশ রায় প্রমূখ।

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক