কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯ | আপডেট: ৪:৪৮:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯

কপিলমুনি(খুলনা) প্রতিনিধি :
কপিলমুনিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কপিলমুনি কলেজে বৃহস্পতিবার সকাল ৭ টায় কালোব্যাজ ধারণ, ৮ টায় শোক র‌্যালী, ৯ টায় প্রতিকৃতিতে মাল্যদান, ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, অমল চন্দ্র সরকার, মোঃ আব্দুস সামাদ, তাপস সাধু, কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাশ, মোঃ রাসেল মোড়ল, মোঃ আব্দুল হাকিম, তাবাচ্ছুম তামান্না প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রমেশ চন্দ্র ঢালী, এম এম সফিউল আলম ও মোঃ ময়েজুর রহমান। কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসায় সকালে অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাহিত্যিক জি এম এমদাদ, মোঃ নজরুল ইসলাম, আমিনুর রহমান সিরাজী, এম এম জামিরুল ইসলাম, মুজিবর রহমান, জয়নুল আবেদীন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ দিন দুপুরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে। সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, প্রধান শিক্ষিাকা রহিমা আখতার শম্পা, আ’লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, দিপক কুমার মন্ডল, জি এম হেদায়েত আলী টুকু, গাজী আঃ রাজ্জাক রাজু, গৌতম সাহা, শিমুল বিল্লাল বাপী, ইউনুস মোড়ল, আজমল হোসেন বাবু, তৈয়েবুর রহমান প্রমূখ। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক অমিয় রঞ্জন দে, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, মিন্টু সাহা, জালাল উদ্দীন, প্রমূখ। হরিঢালী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এদিন দুপুরে শ্রীরামপুর মোড়ে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এক স্মরণ সভা আহবায়ক শেখ বেনজীর আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মঈনুদ্দীন হাজরা, নুরুল ইসলাম, শেখ ফারুখ হোসেন, বিপ্লব কান্তি সরকার, ইমরান হোসেন প্রিন্স, আলিফ হাজরা প্রমূখ। সভা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া অনষ্ঠান পরিচালনা করেন আমিনুল ইসলাম। ৮নং কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অলোক মজুমদার। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান, সাজেদা সুলতানা, কৃষ্ণা শীল, স্বাপ্না রায়, উষা মন্ডল, অঞ্জনা মুনি, আলঙ্গীর হোসেন প্রমূখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক