কপিলমুনিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ | আপডেট: ১০:২৮:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এড. তৈয়েব হোসেন (নুর)। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সালাম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সদস্য সচিব সরদার গোলাম মোস্তফা, মাহবুব জোয়ারদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফয়সাল আহম্মেদ ফরাদ, শেখ ইমরান হোসেন, শেখ রাজু আহম্মেদ, প্রিতীশ মন্ডল, শেখ ওমর ফারুখ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সরদার সিরাজুল হোসেনকে আহবায়ক, সরদার মনিরুল ইসলাম যুগ্ম আহবায়ক ও শেখ রাজু আহম্মেদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় কমিটি গঠন, করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

এইচ এম এ হাশেম। নিজস্ব প্রতিবেদক। কপিলমুনি, খুলনা