কপিলমুনিতে বকুল ট্রি খ্যাত সিদ্দিককে ইমান উদ্দীন সংসদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ | আপডেট: ৭:২২:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
কপিলমুনিতে ইমাম উদ্দীন সংসদ কর্তৃপক্ষের বৃক্ষ প্রেমী বকুল ট্রি খ্যাত সিদ্দিক গাজীকে বিশেষ সম্মাননা প্রদান।

কপিলমুনিতে বকুল ট্রি খ্যাত সিদ্দিক গাজীকে শেখ ইমান উদ্দীন সংসদের উদ্যোগে সম্মাননা প্রদান প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার বিকেলে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীমুক্তিযোদ্ধা মোড়ল আঃ সালাম মিলনায়তনে এক সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স,ম আলী রেজার সভাপতিত্বে বৃক্ষ প্রেমী দূষণমুক্ত আগামীর দেশ গড়ার প্রত্যয়ে সবুজায়নের জন্য ছুটেচলা অক্ষর জ্ঞানহীন সাদা মনের মানুষ বকুল ট্রি খ্যাত মোঃ সিদ্দিক গাজী (৫০) কে অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান ও অর্থিক সহযোগিতা করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সম্মাননা অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন শেখ ইমাম উদ্দীন পরিষদের সদস্য ঢাকা জেলা দায়রা জজ শেখ হাফিজুর রহমান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের সাবেক প্রধান শিক্ষক অমিয় রঞ্জন দে, পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দার, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবর রহমান, কপিলমুনি বণিক সমিতির সভাপতি এম,বুলবুল আহমেদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংকার শেখ আব্দুর রশীদ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় দাশ, ইমাম উদ্দিন সংসদের যুগ্ম আহবায়ক ও সিনহুয়া বিশ্ববিদ্যালয় বেইজিং চায়না এর সাবেক ফরেইন এক্সপার্ট সহকারী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এইচ এম এ হাশেম, এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য মিলন দাশ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, সিদ্দিক গাজী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ খরচে দীর্ঘদিন ধরে বকুল গাছ লাগিয়ে মহাত্মের পরিচয় দিয়েছেন, তিনি দেশের একজন সুনাগরিক। এ সমাজের একজন গুণী মানুষ তিনি, আমরা এভাবে গুণী মানুষদের সম্মান দিতে চাই।’


আপনার মতামত লিখুন :

এইচ এম এ হাশেম। নিজস্ব প্রতিবেদক। কপিলমুনি, খুলনা