উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করলেন ইউএনও

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ | আপডেট: ১১:২৬:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
বাড়িতে বাড়িতে গিয়ে মাতৃকালীন ভাতার উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

পাইকগাছায় এবার বাড়িতে বাড়িতে গিয়ে মাতৃকালীন ভাতার উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শনিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের সম্ভব্য তালিকা ভুক্ত প্রায় প্রতিটি উপকারভোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই বাছাই করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। উল্লেখ্য, এ সামাজিক কর্মসূচির আওতায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় গদাইপুর ইউনিয়নে ৫০জন উপকারভোগীকে মাতৃকালীন ভাতা প্রদান করা হবে। ভাতা প্রদান কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে বাড়িতে বাড়িতে গিয়ে তালিকা যাচাই বাছাই করে দৃষ্টান্ত স্থাপন করেন ইউএনও খালিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা