উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করবে হবে: শাহীন চাকলাদার

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ | আপডেট: ৭:৫৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):
জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ ( কেশবপুর) আসনে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচন। এ আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্র্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথি কেশবপুর আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনার চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের জন্য কাজ করতে হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার ত্রিমোহিনী ইউনিয়নের গোপালপুর বাজার মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবদুল আলীম এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার একথা বলেন। কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু ,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন দফাদার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, ছাত্রলীগ আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমূখ। শনিবার সন্ধ্যায় কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিমোহন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এই সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক গৌতম রায়, স্বপন মুখার্জী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম কবীর হোসেন, শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, দীপক মুখার্জী প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী হাসান আলমগীর হোসেন, মনোজ তরফদার, মশিয়ার রহমান দফাদার, কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, আবুর কালাম আজাদ, ইউপি সদস্য মুনসুর আলী, মহব্বত হোসেন, বজলুর রহমান সরদার, মাসুদুর রহমান, আবদুল গফুর গাজী, সাবেক ইউপি সদস্য আবদুস সামাদ আজাদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম মানিক, সাহরিয়ার রায়হান সান্টু, জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান মুকুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা কর্মীবৃন্দ। উল্লেখ্যে গত ২১ জানুয়ারী কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরার মৃত্যুতে যশোর-৬ সংসদীয় আসনটি শূন্য হয়। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় পৌরসহ উপজেলার ১১ টি ইউনিয়নের নেতা কর্মীরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে শপথ নেয়।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক