ঈদ উপহার সামগ্রী দিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিপন সরদার

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০ | আপডেট: ১১:৩০:পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

যশোর জেলার মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে সামাজিক পৃথক দুরত্ব বজায় রেখে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন আগামী ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, কর্মীবান্ধব নেতা গরীব, দুখী, খেটে খাওয়া মানুষের বন্ধু, তারুন্যের আশার আলো, তরুন সমাজ সেবক মোঃ শিপন সরদার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

১৬ই মে শনিবার সকালে রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সামাজিক পৃথক দুরত্ব বজায় রেখে ঝাঁপা এলাকায় মহামারী করোনা ভাইরাস এর কারণে ২৭০ গৃহ বন্দি গরীব অসহায় পরিবারের মাঝে ঈদে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। বিতরণের সময় ঈদ উপহার সামগ্রী পাওয়ায় গৃহ বন্দীরা জানায়, করোনা ভাইরাস এর কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পরছে , বাংলাদেশও এর বাইরে নয়, সেই জন্য বাংলাদেশের সাস্থ অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ঘরে অবস্থান করছি ফলে কর্ম সংস্থান বন্ধ থাকায় আসন্ন ঈদ উৎযাপন করা অনেক কঠিন হয়ে পড়ছিল এখন সমাজ সেবক শিপন সরদার এর কাছ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে সন্তান পরিজন নিয়ে ঈদ উৎযাপন অনেক সহজ হল। এসময় সমাজ সেবক শিপন সরদার দুস্থদের ভালোবাসায় সিগ্ধ হন।

ঈদ সামগ্রী বিতরণ সম্পকর্কে জানতে চাইলে সমাজ সেবক শিপন সরদার বলেন, এ বছরের আমার পরিবার নিয়ে ঈদ উৎযাপন সীমিত আকারে করে বাকি অর্থ দিয়ে আমি স্থানীয় গৃহ বন্দী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করলাম, আশা করি আসন্ন ঈদ ঘরে বসে অসহায় মানুষের আনন্দ ময় হবে। ঈদের উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, যুবলীগনেতা সোহেল রানা, জুয়েল, জাহিদ হোসেন, ফিরোজ হোসেন, হারুন হোসেন, মেহেদী হাসান, বিল্পাব হোসেন, ছাত্রলীগনেতা আকাশ হোসেন, মুন্না, ইমন, মমিনুর, সুজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর