ইউএনডিপির প্রতিনিধিদলের তালার সরুলিয়া ও কুমিরা ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, মে ২৮, ২০১৯


নিজস্ব সংবাদদাতা:
ইউএনডিপির প্রতিনিধিদল তালার সরুলিয়া ও কুমিরা ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। মঙ্গলবার(২৮মে) বেলা ১১টায় পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের পরিষদের তত্বাবধানে সামাজিক বনায়ন কর্মসুচির আওতায় স্বপ্ন কর্মীদের সহযোগিতায় পাটকেলঘাটা কপোতাক্ষ নদের তীরে তাল, নারকেল ও বাবলা বাগান পরিদর্শন করেন ডেপুটি রেসিডেন্ট রিপ্রেনটেটিভ ইউএনডিপি বাংলাদেশ কয়োকো ইয়োকোসুকা, হেড অবসিডা বাংলাদেশ মি: এন্ডারস ওহর স্ট্রম।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, স্বপ্ন প্রকল্পের জেলা প্রজেক্ট ম্যানেজার কাজল চ্যাটার্জী, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, গ্রাম আদালত জেলা ফ্যাসিলিটিটের রাজু জবেদ, জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দীন, উপজেলা সমন্বয়কারী মোঃ ইউনুস আলী, সরুলিয়া ইউপির গ্রাম আদালত সহকারী শংকর দাস, ইউপি সদস্য, সাংবাদিক, সুধী সমাজ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপূর্বে সকাল ১০টায় কুমিরা ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রাম আদালত পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সুন্দরবনটাইমস.কম/মাহফুজুর রহমান মধু/নিজস্ব সংবাদদাতা/পাটকেলঘাটা




আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক