আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুরের মৃত্যু, দাফন সম্পন্ন প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০ | আপডেট: ৫:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০ আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীয়া শিক্ষক আব্দুল গফুর(৭২) আর নেই। সোমবার বেলা ১২ টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শিক্ষক মরহুম আব্দুল গফুর একজন ক্রীড়ানুরাগী, সদালাপী, হাস্যজ্জল ও সুন্দর মনের মানুষ ছিলেন। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীয়া শিক্ষক থাকাকালীন সময়ে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেন। আশাশুনিতে খেলাধুলার মান বৃদ্ধির জন্য তিনি সবসময় লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেন। তিনি আশাশুনিতে অসংখ্য ক্রীড়াবিদ তৈরি করে গেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি ইদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ভাগ্নে মাওলানা রোকনুজ্জামান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামী শুক্রবার জুম্মা বাদ মসজিদে মরহুমের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে সকলকে পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১